পঞ্চাশ পেরিয়েছে, পেরিয়েই যাক-না
বয়সের কথা নয় থাক, প'ড়ে থাক-না।
বাহান্ন নাকি ষাট, মিছে কেন ভাবব
বুড়ো হয় ক' বছরে কেন তাকে মাপব !
তিরিশের মতো আছি এখনো যে দীপ্ত
এ জীবন হয়নি তো আজও সংক্ষিপ্ত।
হয়তো বা চশমায় ফেরে তাজা দৃষ্টি
মনে আজও কবিতার তরতাজা সৃষ্টি।
ধরলেও পাক চুলে অন্তরে বাচ্চা
সংসারে ঘোট প্যাচে আজও আছি সাচ্চা।
খটাখটি বাঁধলেও খিটখিটে হইনি,
ভোরবেলা দোর দিয়ে ঘরে প'ড়ে রইনি।
পথ ঢুঁড়ে কাছে দূরে আজও যাই ঘুরতে
খুঁজে খুঁজে চাই নব বন্ধুকে জুড়তে।
সমুখের দিনগুলি এভাবেই কাটবে,
পা দুখানি আজও জানি বহু দূর হাঁটবে।
একদিন জানি শেষে শেষ দিন আসবে,
মরণকে ভালোবেসে  দু' আঁখি যে হাসবে।
                 -----------------