একদিকে মম কবিতা মানসী
        প্রেয়সী আর এক দিকে।
নিভৃত বাসিনী মানসীর কথা
         শোনালেই প্রেয়সীকে 
রসিকতা ক'রে বলে সে, কবিতা
        কান করে ঝালাপালা,
কল্পনাতেই ঠাঁই নিয়ে তবু
        আনে সতীনের জ্বালা।
মাঝে মাঝে ভাবি হয়তো কথাটি
         বলেছে প্রেয়সী ঠিকই
আমি তো প্রায়শ সংসার ভুলে
        কবিতাই শুধু লিখি।
প্রেয়সী পরম যত্নে রেখেছে
         রাঙিয়ে জীবন ধারা
কবিতা মানসী সাজানো জীবন
          করে যে ছন্নছাড়া।
হায় সে মানসী বড়ই খেয়ালী
          মিছে তার পিছে ধাওয়া
রাত দিন কাজে ভুল ক'রে ফেলি
          যাই ভুলে নাওয়া খাওয়া।
কবি হতে চেয়ে মহা শংসয়ে,
          বুঝি না জিতি কি হারি !
 প্রিয় যে আমার দুজনেই বড় ,
           কাকে রাখি কাকে ছাড়ি ! 
         -------- × -------