হয়তো কিছুটা অন্ধই থাকি
        সংসারে ভালো মন্দে,
তুলে দিয়ে পাল    সকাল বিকাল
        আমি ঠুকি তাল ছন্দে।


রয়েছি সুখেতে,   privilege পেতে
        চাই না তো যেতে দ্বন্দ্বে।
হাসি খেলি নাচি   আমি ম'জে আছি
        কাব্য কলির গন্ধে।


যে দিশা ধরেছি,  কখনও পড়েছি
        হয়তো বা খানাখন্দে,
ক'রে মিছে রোষ   চাপাতে সে দোষ
         চাই না তো কারো স্কন্ধে।


সাথে আছে রাখা,  না মেলে সে পাখা
        কেন থাকা নিরানন্দে !
কিছু মহা দামী    নাই বা পেলামই
         তবু মাতি আমি ছন্দে।
              ------- x ------