ধর্মের নামে হানাহানি নয়,
        ফোটালে প্রীতির ফুল।
        তুমি কবি নজরুল।
তোমার দরদী লেখনীর টানে
দোলা দিয়েছিলে সকলের প্রাণে,
তোমার রচিত কবিতায় গানে
        ভেসে গেছে জাত কুল।
        মহাকবি নজরুল।
কিন্তু যেখানে সুললিত বাণী
পারেনি ঘোচাতে সমাজের গ্লানি
        পারেনি ভাঙাতে ভুল,
সেখানে তুমিই রুদ্রের বেশে
        বিদ্রোহী নজরুল।


গেঁথে সেই কথা কবিতায় গানে
বিদায় নিয়েছ তুমি অভিমানে
তবু কালজয়ী তোমার সে দানে
        এখনো জমেনি ধূল্।
        প্রিয় কবি নজরুল।
              ------------