নিছক কবিতা নিয়ে অত কেন ভাবব !
চাইলেই লেখা যায় দুমদাম কাব্য।
কোনখানে মিল তার, কোনখানে ছন্দ
তুচ্ছ ব্যাপার নিয়ে মিথ্যেই দ্বন্দ্ব।
চারিপাশে কত কথা, আছে কত শব্দ
সিধেসাদা কবিরাই হয় তবু জব্দ।
এই এত ছেনাছিনি, হিংসা ও স্বার্থ
কোনো কূল কিনারাই হচ্ছে না তার তো।
তাই, ছেড়ে কবিতার সুললিত ভঙ্গী
ক্ষতিটা কী হয়ে গেলে খাপছাড়া জঙ্গি !
তাহলেই লেখা যাবে একদিনে একশ,
নেই কিছু দায় তাতে, লাগবে না ট্যাক্সো।


এই দেখো কী রকম আজ বাজে বকছি,
কে বা জানে কবি সেজে জিতছি না ঠকছি !
           ------- x -------