আনকোরাদের কেমন ক'রে
        ছড়ার নেশা ধরাই
ঠিক করেছি তাই নিয়ে জোর
        করতে হবে লড়াই।


পথের বাধা, ভাবছি, যত
        কেমন ক'রে সরাই
দরকার হলে করব খানিক
         না হয় নিজের বড়াই।


চড়তে গিয়ে পথের বাঁকে
          উতরাই এবং চড়াই
না হয়  মথার ঘাম ছুটিয়ে
          পায়ের পাতায় ঝরাই।


কাউকে তেমন সঙ্গে পেলে
           বক্ষে তাকে জড়াই,
উৎসাহে মিল ছন্দ গেঁথে  
           লেখার পাতা ভরাই।


দক্ষ কারিগরের মতো
           ছড়ার মালা গড়াই,
মন্দ ভালো পাঠক যত
           সবার গলায় পড়াই।


রসিক বা সে হোক বেরসিক
          ছড়ার নেশা ধরাই।
আহা    ছন্দ-মানিক ছড়াই।
             ----- x -----