বাইশে শ্রাবণ কেমন কেমন
                       মন করে।
কবিগুরুর বিরহ সুর
                        অন্তরে।
নিত্য গেঁথে সুরের ডালি
পূর্ণ করে প্রাণের থালি
ছড়িয়ে দিলেন, বিলিয়ে গেলেন
                         প্রান্তরে।
বাইশে শ্রাবণ কেমন কেমন
                         মন করে।


মাখিয়ে নিয়ে গেরুয়া রঙ
                         খদ্দরে
গেলেন ধেয়ে রাঙামাটির
                         পথ ধ'রে।
সে পথ দিয়ে যেতে যেতে
আপন মনের আনন্দেতে
পরশ দিলেন কোন্ সে জাদু
                          মন্তরে।
বাইশে শ্রাবণ তিনি জাগেন
                          অন্তরে।
        ------ x ------