মানুষজন আজ সর্বনাশা,
মরতে কেন মর্ত্যে কেন আসা !
নেই মানুষের ভক্তি প্রীতি
মায়ের পূজার নেই সে রীতি।
আছে কেবল ফূর্তি করা
চোখ ধাঁধানো মঞ্চ গড়া।
শুদ্ধ সে ভাব নেই কো মনে
মা বিরাজেন বিজ্ঞাপনে।
চোখ ধাঁধিয়ে জিততে ট্রফি
কেবল থিম আর ফিলজফি।
রাস্তা ঘাট আজ ভিড়েই ঠাসা,
মরতে কেন মর্ত্যে আসা?
   ----------------