যে যা বলে   ব'লে যাক   কোলাহল তুল্য
সংসারে আছে তার   কতটুকু মূল্য?
কেন তাতে মন দেওয়া!
মিথ্যেই কানে নেওয়া,
স্থিতধীরা   শুনলেও নিমেষে তা ভুলল।
বোঝে তারা   এ সবের নেই তত মূল্য।


তাই নিয়ে তবে কেন তুমি এত ভাবছ?
অকারণে সে কথার গভীরতা মাপছ।
সাগরে ঢেউএর মতো
দেয় এসে অবিরত
মিথ্যে ধাক্কা কত,  তার ভয়ে কাঁপছ?
না বুঝে বলল  কে কী  কেন তাতে ভাবছ।


থাকো-না নিজের মতো অবিচল   লক্ষ্যে।
সহস্র তুচ্ছতা   কেন পড়ে চক্ষে?
স্বচ্ছ তোমার পাশে
অশোভন উল্লাসে
কত কে-ই ধেয়ে আসে, নেই যেন রক্ষে।
স্থির হয়ে থেকো তবু   প্রসারিত বক্ষে।