চপল-মতি, তড়িৎ-গতি, এই বালিকা-
বল্ না আমায়, তুই কি আমার সেই বালিকা !
এতটা কাল সন্ধানে যার দিন কেটেছে,
এলোমেলো জীবনটা তালহীন কেটেছে।
পাইনি ব’লে যার দেখা, চোখ জল ঝরাল
শূন্য বনে ফুল ঝরাল, ফল ঝরাল,
হেঁটে হেঁটেই চরণ দুটি ক্লান্ত হ’ল
সেই যে সতেজ আভা খানিক ম্লান তো হ’ল,
সুপ্ত আশায় তবুও যার খোঁজ চলেছে
অন্তবিহীন সময় জুড়ে রোজ চলেছে-
মাঝে মাঝেই যাচ্ছি ভেবে কী ফল হবে
আমার গভীর প্রত্যাশা সব বিফল হবে!
এমন সময় হঠাৎ দেখা তোর পেয়েছি,
মনে হল, মনের ভিতর জোর পেয়েছি।
জানি না তুই এতটা কাল কোথায় ছিলি !
আসেপাশেই হেথায়, নাকি হোথায় ছিলি।
যাক গে সে সব, বল তো দেখি তুই এবারে
হঠাৎ যদি   জাদুর ছোঁয়ায় ছুঁই এবারে
তবে কি তুই সত্যি ক’রে আমার হবি !
শূন্য হৃদয় ভর্তি ক’রে আমার হবি?
কানে কানে বল্ না আমায়, এই বালিকা -
তুই কি আমার স্বপ্নে দেখা
                   দুঃসাহসী সেই বালিকা?