রবি তোমার সোনার বাংলা
গেছে পশ্চিমে ঢোলে।
যেখানে, ছোট শিশু শুনত ছড়া
ঘুমাত মায়ের কোলে,
দেখত আকাশে মিটিমিটি তারা-
দেখত গগনে চাঁদ।
আজ বাংলার নাই সেই রূপ
তাতে পড়েছে পশ্চিমী টান।
তোমার বাংলা হয়েছে বিদেশীনি
পরনে বিদেশী সাজ।
ভাষাও তার হয়েছে ভিন্ন
শুনে মনে লাগে লাজ।
বাংলার চেয়ে বিদেশী ভাষা
বেশী বাঙালী বলে।
বাংলা ভাষার চিঠি, ছড়া বই
গেছে অস্তা চলে।
বাংলা কে মোরা রেখেছি দূরে-
এনেছি বিদেশী ভাষা।
নেই নজরুল, সুকান্ত-রবি
তারা হয়েছে কোণ ঠাসা।
হ্য় না পড়া রবির ছড়া-
হ্য় না লেটোর গান।
পাই না ফিরে চারণ কবি
তার, পুরানো গানের মান।
হয় না বাউল বাংলার মাটিতে
হয় না রামের পালা।
ভুলতে  বসেছি একে একে মোরা
সেই, পুরানো দিনের বেলা।