ঘুম না আসা মেশিন দেবতার ত্রুটি মহাসড়কে
হৈচৈ বাধিয়ে নেমে পড়ে শহুরে জলপথে।
একটি বক কালস্রোতে এনে দিলে শুভ্রতা
পাথুরির সুরে মলিন হাত হারাবে কোমলভাব।
ইস্পাতের আঘাতে সরে গেলে
প্রেয়সীর কপালের টিপ
চুপচাপ মৌনতা কেরু হয়ে
বিধে যাবে খুলির নরম অংশে।
কিছুদূর যেতেই ডাক পড়বে নীড়ে ফেরার
রাস্তা মাপতে মাপতে গণ্ডি ছাড়িয়ে
হারিয়ে যায় তন্দ্রার অকুণ্ঠে,
মহাকাল খুবলে খেলো ইস্ক্রুপ সমেত নাট ও বল্টু।