আমরা কেউ কেউ পদার্থ হতে গিয়ে
আত্মরক্ষার সমস্ত কৌশল
জারনের বিধাতার হাতে লটকে রেখেছি
তাই পথ আর সর মাখানো রুটির মধ্যে
অহংকার ছুঁড়ে রক্তহীন সূর্যকে গেঁথে আনি


ত্রিমাত্রিক বিরহ বিতর্কে লাট খাওয়া সংগমের পথ
আমাকে বিষন্ন রোদের কাছে  টেনে আনে।
পতংগের উড়ে চলা আঁকাবাঁকা রেখা
খাতায় তুলে ধরতেই জলসা ভাঙ্গা হুল্লোড় মনে আসে
কাশ ফুল ফুটে ওঠে বাঙালি একটা ঘরের উঠোনে
সমস্ত কিছুর মধ্যে আত্মরক্ষা এত গোপনে ছড়ানো...


অথচ কুঠারের প্রতিধ্বনি জঙ্গলময় আমাকে বিরক্ত করে।