দুটি চোয়ালে হিংসার কষ
স্বভাবে এবং রটনায় শান্ত- বেচারা


আস্ফালনের গোয়াল দুষ্টুমির বদলে শূন্যতা চায়


ভিক্ষার অন্ন অতৃপ্ত আত্মাকে  ভিক্ষা দিয়ে
পরমান্নের প্রতীক্ষায় যে ক্ষমতা মমতা হারায়
যার সারা শরীরে  বেয়াড়া ডাঁস অথবা উকুন
গোপনে রক্ত শুষে নির্বিঘ্নে ফুলে ওঠে
যার শান্ত রক্তের প্রতিটি ধমনীতে বিরাট শূন্যস্থান
প্রতিটি রোমকূপে আশ্রয়হীনতার ভয়
পাঁজরে হিংসা, চর্বিতে জ্বালা, চোয়ালে মিথ্যা
আর হৃৎপিণ্ডের প্রতিটি সিস্টোল এ চোর চোর ধাক্কা মারে


সময় মতো সে তার বাপ কেও চোর -ডাকাত বলতে ছাড়েনা।