বেঁচে আছি বোঝাতেই দিন চলে যায়
জীবিত যাপনের বল সময় কোথায়
কাল ভোর হবে কিনা হবে জানা নেই
ভীড়ের মাঝেও নিঃস্ব একদিন হারাবেই


কপালের রেখা মেনে চলেছ
আগুনের শিখা বুকে রেখেছো
হেরে যাওয়া রোজ বুঝে নিয়েছ
জীবন নিখোঁজ খুঁজতে নেমেছ


ইতিহাস মুছে যাবে , আগামীর তান্ডবে
পাথরও গুঁড়ো হবে পায়ের আঘাতে
সময় ভাবছে না  ক্লান্তি অসহায়
তুমি নেবে কেন হেরে যাবার দায়


তবে ওঠো জাগো ভাঙো জ্বালাও আলো
চোখের ক্লান্তি মোছ নিজেকে বাস ভালো
দেওয়ালে বৈরাগ্য হান পিঠের চাবুক
আজকে তোমার দিন গর্বে ফোলাও বুক