সবচেয়ে কাছের মানুষটিকে বলি এবার অন্তত দূরে যাও
দূরে...দূরে...আর একটু দূরে...হ্যাঁ, ওখানেই
ওই খান থেকেই আবার কাছে আসা শুরু করো...


বীজপত্রের কষ খেয়ে বেঁচে থাকা পোকার মগ্নতা নয়
অনাগত আকাঙ্ক্ষার মতো মধুর অপেক্ষা চাই


এবার ব্যথা হোক
কাব্যকথা হোক
অশান্তি নয়, প্রশান্তির তাপে জারিত হোক অবকাশ


সবচেয়ে কাছের আগুনকে বলি
এবারে আর পুড়িও না,


পোড়ামাটি-- সেতো মন্দিরে মানায়