তুমি হে মানব
সৃষ্টির শ্রেষ্ঠ, ভ্রষ্টিয়া কেষ্ট,
উত্তম - মানব তোমার বুদ্ধি মত্তা,
আমিত্ম স্বাদের গড়া ব্যস্ত সত্তা।
ছড়িয়ে স্ব - রব
এই পতি-পত্নী, তব ভ্রাতা-ভগ্নী,
যত ভাব তোমার প্রিয় আপন,
কর লাঞ্চনা সহ্য বিষাদ যাপন।
ভুলেছ মাধব
বিচিত্র ক্ষেত্র মায়ার, এ জগৎ সংসার,
সুখের আশে - ভোগো দুঃখ বিন্দু বিন্দু,
ক্ষণ সুখে ডুবাও আত্মা বিষাদ সিন্ধু।
নাজেনে রাঘব
এই আছে ভাই, এই দেখ নাই,
জ্বালাও জীবন তব কয়লার মত,
মায়া জলে জমে হও ময়লার মত।
না মেনে যাদব
যত তুমি পাও, তত আরো চাও,
বড় কর ভোগ - সুখের বাসনা,
যত জড়াবে তত পোড়াবে দুঃখ বেদনা।


*** "অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
( প্রথম প্রকাশ - ২১শে বইমেলা ২০১৬)
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য