যখন তোমার চায়ের কাপে
আদা-কুচি সুখ বাড়ায়,
তখন আমার কাঁচের গ্লাসে
বরফ-কুচি রাস্তা হারায়..!!


আমি হেরে হারি
প্রতি ক্ষনেই।
আমি দুঃখ যে চাই আরোও,
আমি তোমায় ভাসি রোজ পেয়ালায়
তুমি সুখ হয়েছো কারোও..!!


তুমি তৃপ্ত হতে ব্যস্ত যখন
শ্বেত পাথরের খাটে।
আমার টলমলে পা ঠিক তখনো
তোমার পথেই হাটে..!!


আমি ফরমালিটির হাসি টুকু
সবার সাথেই হাসতে পারি,
আমি তোমার চেয়ে ঢের অভিনয়
নিজের সাথেই করতে পারি..!!


তবু বন্ধ চোখে যেনো শুধুই
তোমার ছবিই আসে,
তাই তোমায় নিয়েই ভাসি-ডুবি
আমার বরফ কুচির গ্লাসে..!!!