ঠিক তেমন;
তোমার চাহনি,
যেমন চোখে রোজ ভাসি-ডুবি
সকাল সন্ধ্যা রজনী।


ঠিক তেমন;
তোমার ঠোঁট,
যেমন ঠোঁটে বন্দি হতে দেহ-মনের
ইচ্ছেরা একজোট।


ঠিক তেমন;
তোমার ঘণ চুল,
যেমন চুলের ঘ্রানে মাতাল আমি
নেশাতে মশগুল।


ঠিক তেমন;
তোমার রুপ,
যেমন রুপের বর্ণনায় বুকের ভেতর কথার জমাট ঠোঁট তবু নিশ্চুপ।


আমার স্বপ্নে সে ছিলো ঠিক যেমন,
সত্যি বলছি তুমিও ঠিক তেমন..!!