দেখা হবে বন্ধু,
কোন এক সোনালী সকালে।
দেখা হবে বন্ধু,
কোন এক পড়ন্ত বিকেলে।


দেখা হবে বন্ধু,
কোন এক অবসরে।
দেখা হবে বন্ধু,
বদলে যাওয়া কোন এক প্রহরে।


দেখা হবে বন্ধু,
শত ব্যস্ততম সময়ের ক্ষণে।
দেখা হবে বন্ধু,
নতুন জীবনে পদার্পণে।


দেখা হবে বন্ধু,
কোন একদিন ঘুমের ঘোরে।
দেখা হবে বন্ধু,
নতুন দেখা এক ভোরে।


দেখা হবে বন্ধু,
যখন পাখিরা ফিরবে নীড়ে।
আবার দেখা হবে বন্ধু,
প্রিয় সেই ক্যাম্পাসে শত ছাত্র-ছাত্রীর ভীড়ে।


প্রিয় সেই দিনটির অপেক্ষায়
অজস্র দিন কেটে যায়
তবুও রয়েছি নতুন সেই ভোরের অপেক্ষায়।