সবুজ মাঠের বুক চিরে বয়ে চলেছে ছোট্ট এক নদী,
প্রকৃতির এমন লীলাখেলা অন্য কোথাও দেখিনি আজ অবধি।
নদীর দুই ধারের সৌন্দর্য অপরূপা শ্যামল
নদীর ধারের ঘাসগুলো অসম্ভব কোমল,
নদীর পানি করে কলতান
নদীর ধারে বসলে জুড়িয়ে যায় প্রাণ।


যদি হতাশায় ডুবে থাকে বন্ধু তোমার মন
আমাদের এই ছোট্ট নদীর ধারে এসে বসো কিছুক্ষণ।
আমাদের এই ছোট্ট নদীতে করেছি কত স্নান
সবই আজ স্মৃতির পাতায় রয়েছে অম্লান।


এ যে স্রস্টার অপরূপ এক সৃষ্টি
যা থেকে সহজে ফেরানো যায়না দৃষ্টি।
ছলছল শব্দে ভেসে আসে নদীর কলতান
যুগ যুগ ধরে নদীটি থাকুক বহমান।


আজও নদীর ধারে দাঁড়ালে চোখে ভেসে আসে অতীতের প্রতিচ্ছবি,
মনের জানালায় উঁকি দেয় সুখকর স্মৃতিগুলো সবি।


নদীতে শাপলা ফোটে রাশি রাশি
সেই সৌন্দর্য পাণে বারবার ছুটে আসি।
নদীর পানিতে পাখিরা করে খেলা
দেখতে দেখতে কেটে যায় সারাবেলা।
রাতের বেলায় নদীর পানিতে চাঁদের প্রতিচ্ছবি,ঢেউ খেলানো সব দৃশ্য দেখে ভরে উঠে প্রাণ।
তাইতো আমাদের এই ছোট্ট নদীকে এতো ভালোবাসি।