তোমার মনে অনেক দুঃখ কষ্ট
দূরের ওই নীল আকাশের দিকে তাকাও,
সব দুঃখ কষ্ট ভুলে যাবে।
তোমার হৃদয় মাঝে একরাশ হতাশা
সমুদ্রের দিকে তাকাও,
সমুদ্রের ঢেউয়ে সকল হতাশা ধুয়ে যাবে।
জীবনটাকে তোমার অশান্তিকর মনে হয়
মায়ের কোলে মাথা রেখে ঘুমাও,
জীবনে সত্যিকারের শান্তি খুঁজে পাবে।
জীবনটাকে উপভোগ করতে চাও
প্রকৃতির মাঝে ঘুরে বেড়াও,
জীবনটা উপভোগ্য হয়ে উঠবে।
জীবনটাকে আনন্দময় করে গড়ে তুলতে চাও
সাহিত্য সাগরে ডুব দাও,
জীবনটা আনন্দময় হয়ে উঠবে।
ধৈর্য কাকে বলে দেখতে চাও
মায়েদের দিকে তাকাও,
ধৈর্য কি জিনিস বুঝবে।
কষ্ট কি দেখতে চাও
একজন রিকশা চালকের তপ্ত রোদে পুড়ে যাওয়ার মুহূর্তটা দেখ,
কষ্ট কি বুঝতে পারবে।
সত্যিকারের হাসি দেখতে চাও
নবান্ন মৌসুমে কৃষকের বাসায় গিয়ে দেখ,
কৃষকের ফসল ঘরে তোলার আনন্দ তোমার মুখেও হাসি ফোটাবে।
জীবনে বেঁচে থাকার সংগ্রাম দেখতে চাও
হাসপাতালের বেডে শুয়ে থাকা অসহায় রোগীর দিকে তাকাও,
বেঁচে থাকার সংগ্রাম কি বুঝতে পারবে।
জীবনে দায়িত্ব কি দেখতে চাও
একজন বাবার দায়িত্ব পালন করা দিকে দেখ,
তুমি নিজেকেও দায়িত্ববান মনে করবে।
তুমি নিয়মানুবর্তিতা দেখতে চাও
পিঁপড়াদের পথচলা চেয়ে দেখ,
নিজেকে নিয়মানুবর্তিতার শৃঙ্খলে আবদ্ধ করতে চাইবে।
জীবনের মানে কি জানতে চাও
নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলো,
সত্যিকার অর্থে জীবনটা কি বুঝতে পারবে।
আমাদের কাছে জীবনটায় যেন অন্যরকম
জীবনটা আমাদের কাছে নিখাদ ছেলেখেলা,
বন্ধু -বান্ধব নিয়ে ব্যস্ত থাকি সারাবেলা।
আমরা বাবার মাথায় বসে খায়
আর প্রিয়ার কোলে মাথা রেখে ঘুমায়,
আসলে এটা জীবনের উদ্দেশ্য বা মানে কোন টায় নয়,
তোমার মাঝে থাকতে হবে নিজেকে ছাড়িয়ে যাবার প্রত্যয়।
উঠ,উঠ,উঠ, জেগে উঠ সবাই
জীবনের নতুন ভোর ডাকছে তোমায়,
তুমি নিজের জীবনকে নতুন করে সাজাবে,
মানুষের মতো মানুষ হয়ে বাঁচবে।
নিজের জন্য বাঁচবে,
দেশের জন্য বাঁচবে,
দশের জন্য বাঁচবে।
তাহলেই জীবনের সার্থকতা খুঁজে পাবে,
জীবনটা স্বর্গরাজ্য হয়ে উঠবে।