সবুজ মাঠের বুক চিরে আমার পথচলা,
মাটি স্পর্শ করে থাকা ছোট্ট ঘাসেদের সাথে কথা বলা ।
সবুজ মাঠের প্রান্তরে আমি নিজেকে হারাব,
অপরুপ এই প্রকৃতিকে আজীবন ভালোবেসে যাব ।
নিজেকে হারাব আমি আকাশের ঐ নীলের মাঝে,
শিশির হয়ে আসব ফিরে সকাল‌‌‌‍‍‌‍-সাঁঝে ।
প্রকৃতি মাঝে ফিরে গেলেই আমি শান্তি খুঁজে পাব ,
তাইতো আমি জীবনভর প্রকৃতির সাথে মিশে রব ।
প্রকৃতি কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না,
প্রকৃতি আমাদের কারো কাছে কোন কিছুই চায় না ।
প্রকৃতি আমাদের ভালোবাসা দিয়ে যায় অবিরাম,
শত প্রচেষ্টা চালালেও পারবোনা দিতে তার দাম ।