প্রিয় খুঁজেছি তোমাকে সকাল - সাঝে
খুঁজেছি তোমাকে আকাশ ভরা নীলের মাঝে।
খুঁজেছি তোমাকে তপ্ত রোদে পুড়ে যাওয়া রাস্তায়
খুঁজেছি তোমাকে দূর আকাশের তারায় তারায়।।
সারাক্ষণ আমি তোমার পাণে দুটি হাত বাড়ায়
তোমার খোঁজে আমি বারবার নিজেকে হারায়।।
আজও পায়নি আমি তোমারও দেখা
তাই পথে আজও দাঁড়িয়ে রয়েছি একা একা।
খুঁজেছি তোমাকে মাঠ - ঘাট প্রান্তর
খুঁজেছি তোমাকে শহরের অলি গলি, বন্দর।।
আমি একদিন ঠিকই তোমার দেখা পাব
তোমার জন্য আমি সহস্রাক্ষ বছর ধরে
অপেক্ষা করব।।
তোমাকে আমি খুঁজে নেব সকালের কুয়াশায়
খুঁজে নেব সূর্য ডোবা সন্ধায়।।
এটাই তো প্রিয় মানুষের জন্য প্রতিক্ষা। ।