প্রিয়, তোমার কি মনে পড়ে সেই দিন গুলোর কথা,
যে দিনগুলো ছিল তোমার আমার প্রেম গাথা।
যে দিন গুলোতে ছিল তোমার আমার পথচলা,
মোবাইলের ক্ষুদে বার্তায় রাত জেগে কথা বলা।


প্রিয়, জানো এখনো চোখের সামনে ভেসে উঠে সেই সোনালী প্রভাত,
যেদিন তুমি দোঁড়ে এসে আচমকাই জড়িয়ে ছিলে আমার হাত।
আজও ঘুমের ঘোরে তোমার সাথে কথা বলি,
আজও তোমাকে ভেবে ছায়ার সঙ্গে পথ চলি।


প্রিয়, আজও কি তুমি জানালার পাশে বসে থাক,
বারংবার আমার অপেক্ষায় পথ চেয়ে দেখ।
জানো প্রিয়,তোমার পছন্দের সেই জাম গাছটি আর নেই,
এবারের কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে।
সেদিন আমি অনেক কান্না করেছি,
মনে হয় যেন অনেক কিছু হারিয়ে ফেলেছি।


আচ্ছা প্রিয়, তুমি কি এখনও নিয়ম করেই জানালার পাশে বসে চাঁদ দেখ,
আনমনে চাঁদের সাথে কথা বলো,
আমার নামে নালিশ দাও,
অভিমান করে চুপটি বসে মুখ ফোলাও।


জানো তুমি চলে যাবার পর আমি অনেকটাই বদলে গেছি,
বলতে পারো পুরোটাই।
আগের মতো আর পাগলামী করি না।
এখন আর ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজি না।
এখন আর সারারাত জেগে থাকি না,
এখন আর মাঝে মাঝেই স্বপ্নের দেশে হারিয়ে যায় না।
এখন আর পাগলামি করে নিরুদ্দেশ হয়ে যায়না।
এতো কিছু ভুলে গেলেও তোমাকে আর তোমার স্মৃতি গুলোকে আজও ভুলতে পারিনি।          


জানো প্রিয়,এতো কিছু বদলে নিলেও একটা জিনিস বদলাতে পারিনা,
তোমার দেওয়া সেই হাতঘড়িটা এখনো অনেক যত্নে রেখেছি।
তোমার সেই প্রিয় জায়গা গুলোয় এখনো একা একা বসে থাকি।
তোমার স্মৃতি আঁকড়ে ধরে বেচে থাকি।