তুমি এসেছিলে সেজে উঠেছিল ধূলামাখা মোর ঘর
তোমার স্পর্শে কাঁচাপাকা মাটি গড়ে যেন মর্মর
হাসির রোলেতে প্রেমের ফুলেতে সুভাষিত আজি মাঘ
দ্রুত ঘুরিফিরি আরো কত দেরী ঘড়িকে দেখাই রাগ
এলে হাত ধরে মধুমাখা স্বরে ডাকলে পেছন চেয়ে
মুখে কোমলতা বুকে সরলতা যাদুপরী কোন মেয়ে
কালো বেণী-চুল দুলছে দোদুল উত্তুরে বায়ু বায়
ঠোঁট রাঙা হাসি মন যায় ভাসি সুখ ঢেউ কিনারায়
দুই টানা চোখে চাই কতকিছু দেখি তার ভঙ্গিমা
ওঠে চিৎকার কানে ফিসফিস চলে শত তর্জমা
ফের চলে গেলে ঘর খালি ফেলে সব সুখ লুঠ করে
দৃঢ় বিশ্বাস জানি ফিরবেই বুকে ভালবাসা ভরে
এত জমা প্রেম হবে না বিফল যাবে না স্মৃতিরে ধুয়ে
রইবোই আমি অপেক্ষা বসে চিরকাল পথ চেয়ে।।