অবন খুড়োর মস্ত দাড়ি গড়ায় পেটে এসে
একদিন এক নেংটি ইঁদুর সেথায় গেলো ফেঁসে
রাতের বেলায় শুকনো ঝাড়ে মস্ত গোলক ধাঁধা
তাই বেচারা রাস্তা বানায় মুচিয়ে খড়ের গাদা
ঘণ্টা দুয়েক পরিশ্রমে মিললো সড়ক শেষে
ভোরের কালে ক্লান্ত হয়ে ফেরে নিজের দেশে
সাতটা হতে এলার্ম বাজে খুড়ো ওঠেন জেগে
চোখটি খুলে চিরুন হাতে জোড়া হাইয়ে ভেঙে
আয়না পরে ছায়ায় দেখে চেঁচায় মিনিট খানে
ছাদে যেতেই দেখি বুড়োয় গিলেছে অজ্ঞানে।।