খেয়েছ কবে ফাঁকা ঘরে
ভূতের গুঁতো আচ্ছা করে
মারবে ঘাড়ে   ভাঙবে হাড়ে
পড়বে হপাস ধপাস জোরে।


ঝুঁকি ভীষণ সন্ধ্যা রাতে
যদি হাঁটো একলা পথে
শূন্যে পেলে   মারবে ঠেলে
ভাঙবে কোমর শিরদাঁড়াতে।


ভুলে যদি সবুজ আলো
অন্ধকারে একলা জ্বালো
পেতনি এসে   মারবে কষে
এক চাঁটিতে জ্ঞান হারালো।


ভাগ্য যদি মন্দ থাকে
কচি ভূতের পড়লে বাগে
মুড়িয়ে জালে   চাপবে কোলে
জড়িয়ে দেবে ভাব সোহাগে।


খাটের পরে শুতে শুতে
লেদায় যদি মোটা ভূতে
কষায় গিঁটে   লাফায় পিঠে
বাঁচাও,আসে দম ফুরোতে।।


          শুভ রাত্রি