ভাঙবে নাকি ভারত সেনা দু চার জনা গদ্দারেতে
হিন্দু, কোলের সঙ্গে চলা মুসলমান ও সর্দারেতে
বিন্দু জমে ভর্তি সাগর তোমরা পাড়ে নুড়ির বোঝা
ছোট্ট ঢিলে অকূল জলে আঘাত আনা এতই সোজা
ভারত মাতার লক্ষ ছেলে তোমরা কয়েক নষ্ট ফোঁটা
ভায়ের গায়ে আঘাত হেনে মায়ের গায়ে রক্ত ছেটা
কষ্ট লাগে মরলে আমার রক্ষাকারী উর্দি বীরে
মহৎ নেতা ওদের লাশে মাতে গদির রাজনীতিরে
ওরা দেশের রক্ত ঝরায় তুমি ঝরাও বিশ্বাসেতে
কেমন লাগে রক্তমাখা খবর শুনে খাবার খেতে
দেশের হয়ে যেই ব্যাটা নাই তেরঙ্গাকে ধরতে রাজি
তাহার বুকে গুলির চাদর চাইছি সকল ভারত আজি
অনেক ক্ষমাদান নিয়েছো উপচে পড়ে পাপের ঝোড়া
একশো ক্রোড়ে ভয় লাগাবে তাকাও স্বয়ং দুপা খোঁড়া
চল্লিশেতে চারশো জাতি অশ্রু ঝরায় কয়েক হাজার
আল্লা আমার রামও আমার তোমার শুধু মাসুদ আজহার।।