আমি স্বপ্ন দেখতে জানি
তবে, দুচোখ বন্ধ রেখে
আমি তোর অনুভূতি আনি
তবে, নিজের আদর মেখে।


আমি পথ চেয়ে বসে থাকি
তবে, কেউ না আসবে জেনে
আমি অপ্সরা মুখ আঁকি
তবে, মূর্তি উধার এনে।


আমি রূপকথা দেশে ফিরি
তবে, বেঘোরে নাকের ডাকে
আমি পরাজয় লাভ করি
তবে, নিজেতে যুদ্ধ রেখে।


আমি আসবো না কাল ভাবি
তবে, পায়েতে মানেনা বাধা
আমি বলবোই রোজ ভাবি
তবে, ঠোঁট যে বলেনা কথা।


আমি হই গেঁটে কাক পাখি
তবে, মন তো আমারও আছে
আমি চুপচাপ খুব থাকি
তবে, বলতে ইচ্ছে আছে।।