কাটাও তোমার জালিম আদত
নয়কো আমি কলুর বলদ
পরিয়ে ঘাড়ে গলায় দড়ি
টানাও তুমি পিটিয়ে ছড়ি
ঘণ্টা বারো ঘর্ম্য বাহি
তবুও তোমার শান্তি নাহি।


লোলুভ জিভে ঝরছে লালা
আঙুল কনুই গিলছে শালা
পিঠটা আমার ধাপছে ক্রমে
মূর্ছা জড়ায় আটকে দমে
চোখে জলের ঝাপটা মেরে
আবার টনেক চাপায় শিরে।


শুনছো তুমি মালিক ওগো
আমায় তুমি পেয়েছ কিগো
গায়ে আমার নাই কি স্নায়ু
নাই কি বাঁচার স্বাধীন আয়ু
দুই মুঠো রোজ অন্ন পেতে
ফুঁফিয়ে কাঁদে অঙ্গ রাতে।


তাকাও দেখ আকাশ পানে
উঠছে নব জাগরনে
ভাঙতে তব অন্যায়েরে
আঁটছি বাঁধন শক্ত করে
শ্রমিক আমি দাস নইকো
গোলাম করার ছকে থাকো!


হটাও এসব মাথা হতে
কুঠার নিয়ে দাঁড়িয়ে পথে
ভেঙে তোমার ঐ কারাগার
আজাদ হবে শ্রমিক এবার
লুকাও ওহে শকুন পাখী
ডুবতে তব বিন্দু বাকী ।।