অন্তরে আছে, প্রভুরে শ্রদ্ধা, সাথে শত বিদ্রোহ
শত কোটি বলে, আমার ইচ্ছে, শুনতে চায়নি কেহ
আমি দেশবাসী, আমি নাগরিক, পরিচয়ে করদাতা
তবু গুটিকয়, নোংরা মানুষে, মানতে বাধ্য নেতা
রাজনীতি চালে, দাবা গুটি সাজে, মন্দির মসজিদে
উচ্ছ্বাসে ঢাকে, রক্তের দাগ, ভন্ড তামাশা জিতে
সম্পদ হানি, কত খুনোখুনি,  ‌কত নেতা ওঠে ফুঁড়ে
পরিচিতি লাগি, আমি হনুমান, লাফঝাঁপ দেয় কুঁড়ে
কেউ লাভ খোঁজে,কেউ গদি খোঁজে,যাত্রা বা অনশনে
আমি খুঁজে যাই, উন্নত দেশ, কেউ না আমার শোনে
অন্তরে চায়, জয়ী তুমি হও, সম্প্রীতি মানবতা
হিন্দু, বৌদ্ধ, মুসলিম, শিখে, মিটু জাতিভেদ প্রথা
তবুও বাধ্য, নাম গান গাওয়া, আসরে বসার হেতু
প্রতি এলাকার,রাজার আসনে,আছে কোন রাহু কেতু।


জানো কত মোরে,পিছিয়েছে তুমি,মিথ্যের ফাঁদে ফেঁদে
কত সাবিত্রী, বিধবা হয়েছে, কত মা মরছে কেঁদে
কত মেধাবীতে, হয়েছে অন্ধ, বেকারের বেড়াজালে
ভাবো কত কোটি, নষ্ট করেছো,  ধর্মের গেঁড়াকলে
মানুষ চাইছে, নতুন জন্ম, চিহ্ন বিহীন দেহ
প্রান পরিবার, ইজ্জত ভয়ে, কইতে পারেনা কেহ
পিঞ্জরায় বাঁধা, রেখে মানবতা, বাধ্য সভাতে থাকে
নইলে পড়বে, তালিকাভুক্ত, কালো সন্দেহে চোখে
জয় পরাজয়, হিসেব আমিতো, অগ্রগতিরে  বুঝি
তবেও ছন্দে, তাধিন মিলিয়ে, পায়েল আঁটিয়ে নাচি
জনগণ ছোটে, হেডফোন কানে, সময়তে খুব টান
তাই নেতা দল, স্টেজে গেয়ে যায়, নিচু অশ্লীল গান
আগামীতে আছে, আরো ব্যস্ততা, কর্মে নিমজ্জন
গু'র পোকা, করে বংশক্রমেতে, মার শ্বাস লুণ্ঠন।।