বাসি পান্তায় রাত গুজরান
তবু স্বপ্ন, দিন কিনবোই
বাঁকা অক্ষরে নেই ভাবজ্ঞান
তবু মহাকাব্য লিখবোই।


মিছে অশ্রুতে চোখ ভিজে না
তবু নায়ক হওয়ার ইচ্ছে
কচু শাকপাতা ঘেঁটে রান্না
তবু সাহস বাড়িয়ে দিচ্ছে।


ভাঙা হাত রিক্সার সৈনিক
তাও যুদ্ধজাহাজে চড়বো
যেথা সহজ পাঠে ও ছুঁইনি
ভাবি ম্যাকবেথ গোটা পড়বো।


নেই বোর্ড-রং-তুলি ধারণা
তবু ভিঞ্চি হওয়ার শখ যে
তাই জ্ঞানী-গুণী জনচেতনা
ভাবে পাগল-প্রলাপ বকছে।


নেই এলিট হওয়ার বাঞ্ছা
খুব মানুষ হওয়ার চেষ্টা
যত গড়ুক বাজারি কেচ্ছা
অতি সাহস যোগায় বেশ টা।


(লেখোয়াড় মনোরঞ্জন ব্যাপারী'র চিত্রাংকন)