রক্তে রাঙা নোংরা সড়কের মোড়ে
জীর্ণ লোকের শীর্ণ দেহের ছটফটানি
ধীরেধীরে যায় নিস্তেজ হয়ে
কারো কোনো হেলদোল নেই
জড়ো হয়ে থ্যাঁতলানো লাশের ধারেপাসে
হাজারো লোকের চলে জমায়েত
তবু ছোঁয়ার ইচ্ছে নেই কারোর
পাছে সাক্ষী লাগে বড় সাহেবের কাছে
চুপচাপ ধীরে ধীরে
একেএকে সরে পড়ে
তবে ঠায় থাকে জনা কয় কুকুরের দল
চিৎকারে
           মাতায় চারপাশ
           জানায় প্রতিবাদ
             চালায় বিপ্লব।।