জ্বালিয়ে জীবন পেলিটা কি?
বল না ওরে আকাশ পাখি
স্বপ্ন দিয়ে     মনটা নিয়ে
এমন ভাবে দিলি ফাঁকি।


হৃদয় কোণে রাঙিয়ে হোলি
স্রোতের মুখে জমিয়ে পলি
আস্থা লুঠে    বাঁধন কেটে
ফুড়ুৎ করে উড়ে গেলি!


গেছিস বুঝি নতুন দেশে
আছিস ভারী খেলে হেসে
তবুও ঠায়    শূন্য খাঁচায়
থাকবোরে তোর ফেরার আশে।


ছিলাম এত কালের সাথী
একে দুয়ের মধ্যে মাতি
কেমন ভুলে   চললি ফেলে
নিভিয়ে ঘরে আলোর বাতি।


ভালবাসার সংজ্ঞা টাকি
হয়ে যাবে মিথ্যা নাকি
যেটারে তুই   আমার বুকেই
দিয়ে ছিলিস রক্তে লিখি।।