বলছি কি মা  আসছো আসো কিন্তু এত কান্না কেন
পাঁচটা দিনের মর্ত্য ট্যুরে পাঁচটি বছর থাকছো যেন
বাপের বাড়ির মানুষ গুলি বাঁচছে কেমন খবর নেবে
নয়কি ন্যাকাম ছিঁচকাঁদুনে বাংলা বিহার ডুবিয়ে
দেবে
চাষের খরায় জলের খরায় বছরটা বে‌শ দিচ্ছে ক্ষতি
বর্ষা সময় একটু মাগো কয়েক ফোঁটাই কাঁদতে যদি
পাগল শিবের গাঁজার ধোঁয়ায় বাস্তু গেছে অস্তাচলে
পারবে কি মা ধ্বংস রোধের পন্থা কানে বুঝিয়ে বলে
পাহাড় ছেড়ে বাঁশের ঝাড়ে কয় দিনই বা হচ্ছে থাকা
গিন্নি ছেলে পুজোর ঢিলে করলো আমার বাক্স ফাঁকা
গঙ্গা পারের গঙ্গারামে দেখছে আকাশ শুকনো মুখে
স্বল্প টুকুই হাসলে মাগো সবটি কাপড় দিতেম বিকে
সামলে এসো রাস্তা কাদা পিছলে যাওয়ার বড্ড ঝুঁকি
গণেশ বেটায় কাখিয়ে কোলে এঁটেল পাঁকে বইবে নাকি
বলছি কি মা অষ্টমীতে শিবের কথায় নাইবা ভাবো
নতুন জামায় চাপিয়ে গায়ে ছেলেবুড়োয় ঘুরতে যাবো।।


                     : শুভ অষ্টমী :