কেউ বলে না, কোথায় সোনা?
কোথায় মানিক, যায়নি জানা!
দাদার স্বভাব সকাল সাঁজে
আপন গুনের প্রচার টানা।
দম্ভে বলে, "আমার কলে
জলের ধারা শুদ্ধ অতি।"
বিষের গাদা মেশায় গাঙে,
শোনায় তবু, "নাইকো ক্ষতি।"