দেখেছিলাম  তোমায় সেদিন  বাদুড়িবাগান মাঠে
মুখ ফেরাতে  পারিনি আর  অপ্সরা রূপ ঠাঁটে
লুকিয়ে তাকাই  বারে বারে  ব্যস্ত চোখের পানে
পিছন পিছন  ঘুরে বেড়াই  অজান থাকার ভানে
চোখের পরে  পড়লে চোখে  ঝরাও মিষ্টি হাসি
অবাধ ছোটে  ভীতু মনে  খুশীর জোয়ার ভাসি
সাহস বাড়ে  স্বপ্ন গড়ে  ছাড়িয়ে সুদূর বেড়া
টানছে তোমার  হাতের নখে  টানছে পায়ের তোড়া
মেলার মাঝে  শয়েক লোকে  আসছে ঢলে ঢলে
শিল্পীরা সব  নিপুণ ছাঁদে  নাচছে স্টেজের কোলে
রবির গানে  ছন্দ তানে  বাতাস মাতোয়ারা
তোমার মুখের  সরল হাসি  হৃদয় সর্বহারা
বাড়ছে নিশি  তড়িৎ বেগে  বোঝার উপায় নাই
আলোর খেলায়  তোমার মেলায়  হারিয়ে আমি যাই
বিদায়বেলা  আসলো ক্ষণে  অন্ত খাড়া দ্বারে
কাহার আছে  এতই বা জোর  ভালবাসায় মারে
তোমার পিছন  ঘুরে ঘুরে  পাঁচটা বছর গেলো
তবুও ওই  দ্বিতীয় দেখা  কেমন ভুলি বলো।।