রোজ রোজ ভাবি     কাল এসে যাবি
       দখিন দুয়ার খুলে
ঘনিত শিশির         হাওয়া শিরশির
      প্রহরে শরৎ দোলে
চোখ পড়ে রয়       মেটে পথটায়
     অপেক্ষা তোর পানে
নাচে মিলে সুর       মত্ত নূপুর
       ঝর্ণার কলতানে
বাঁধের ওপরে      কাঁচা বাঁশ পরে
     একলা এলিয়ে বসি
পাবো শশরীর      স্বপ্ন পরীর
     দেখতে চিলতে হাসি?
জানি না কোথায়   তুমি আছো হায়
      কেমন রূপের ছাঁচে
ব্যাকুল হৃদয়       খুঁজে তব পায়
       প্রতিটি গল্প মাঝে
দেখি তুমি রাগী     কখন অভাগী
          কখন শান্ত পরী
চশমা আঁটিয়ে       স্যান্ডেল পায়ে
       লাগিয়েছ মারামারি
মৃদু উত্তাপ          সাত রঙা ছাপ
       সমুখ দিচ্ছে দোলা
হাতখানি ধরে       উড়ছো সুদূরে
       রূপকের দেশে চলা
বলে বুলবুলি        জমা কথাগুলি
       শুনি আমি মন দিয়ে
গল্পের বুড়ি         হেসে গড়াগড়ি
        অচেনার স্বাদ নিয়ে
ক্ষুদা গেছি ভুলে     তব অনুকূলে
        ক্লান্তি গিয়েছে ছাড়ি
গঙ্গার ধারে         গল্পের তোড়ে
       জীবন কাটাতে পারি
আসবে কি সখী    নাকি সব মেকী
        সাজানো স্বপ্নমালা
রোজ ঘুম ঘোরে   চোখে নেমে পড়ে
         নতুন যাত্রাপালা।।