একদিকে হার আর একদিকে হাসি
একজনে কাঁদে আর একজনে খুশী
একলোকে নাই লাজ একলোকে মানী
একরূপে দোষী হয় একরূপে গুণী
একমনে ভালো চায় একমনে ক্ষতি
একনারী সাধারণ একনারী সতী
এককাঁধে পুণ্য বয় এককাঁধে পাপ
একপ্রাণে বর পায় একপ্রাণে শাপ
একে পিষে সমাজেরে একে করে ন্যায়
একে লভে দুর্গতি একে স্বর্গ পায়
একজনে লোভী হয় একজনে দানী
একমাথা নির্বোধ একমাথা জ্ঞানী
একরেখা তবু তার দুই অভিমুখ
একদিকে সুখ আর একদিকে দুখ
যেমন নদীর আছে দুই দুটি পার
হিতে বিপরীতে মিলে মহা সংসার।।