দুখদর রাজদেশে দেবী আগমন
মহারাজা কেঁদোরাম করে উদ্ভোদন
দেবীদর্শনে আসে লক্ষ প্রজাগন
ঢাকঢোল করতালে মাতোয়ারা মন
খ্যাতিনামা পণ্ডিত দল নামে পালকি করে
মহারাজা দু:খ মুখে বরণে সাদরে
চলে পূজা অঞ্জলি চলে দেবী জপ
দু:খমাখা ভক্তবৃন্দ হাঁকে জয়রব
মন্ত্রজপে ছড়াছড়ি শ্রোত পুঁজিপাঠ
ধূনা-ধূপে চলে পূজা ধোঁয়া ঢাকা মাঠ
নিশিদিন যজ্ঞ বয় ধ্যানে গুণীজন
ঘৃতমধু হাঁড়ি হাঁড়ি কাঠ মনমন
রাজা কয় গুরুদেব প্রশ্ন নিবেদন
কি করিলে হবে মোদের প্রফুল্লিত মন
দুখের অসুর কবে ছাড়িবে এদেশ
কি করে আসিবে সুখ ধরি খুশী বেশ
গুরু কয় শোনো বৎস চিন্তা নাহি লও
স্থির করো চিত্ত তব নিজ স্থির হও
সাধনা বাসনা করো মনে ভক্তি দিয়া
দুখের পৃষ্ঠা তব যাবে গো ঘুচিয়া
হয় রাজা বড়দাসী করি উপবাস
দিন দিন চলে পূজা যায় পক্ষমাস
অনাহারে রুগ্ন রাজা ত্যাগে প্রানোশ্বাস
তবু রাজ্যে হইল না দু:খের নাশ।।