কোঁকড়ানো চুলে    লাল রঙা ফুলে
       আঁটিয়ে খোঁপায় মেয়ে
কলস কাখিয়ে       বাতাস মাতিয়ে
         যায় রবিগান গেয়ে
রূপোর নূপুর         রিমঝিম সুর
           শব্দে ছন্দ ভরে
আনমনা মুখ         চোরা মিঠে দুখ
      হৃদয়ে বাজে কি তারে
ওড়না কোমরে      জাপটে উদরে
         অন্তরে রেখে বাঁধা
সুদূর অন্তে           নব দিগন্তে
         বিস্তারে কেন বাধা
ঝর্ণার জলে          প্রতিরূপ দোলে
       হেথাও পিয়ায় খোঁজে
জমা ভয়ডর          ওরা বর্বর
        কেউনা আত্মা বোঝে
ও যে সামাজিক      নয় নির্ভীক
          মনকে দন্ড তাই
বহু কথা ভাঙি        মাথা উঁচু লাগি
         চিত্ত করেছে ছাই।।