বলছ টাকি দুশো টাকা
মাংস কেজি দরে
বাতাচ্ছ যা দুদিন বাদে
বেচতে হবে ঘরে
দিন পনেরো আগে ছিল
একশো তিরিশ লেখা
আজকে দেখি বিজ্ঞাপনের
বোর্ড হয়েছে ফাঁকা
কেন হে ভাই গলায় যাঁতা
দিচ্ছ এমন চেপে
একটু কমে দাওনা ঠ্যাঙে
হাফ কেজিতে মেপে।


নাইকো হবে কমতি টুকু
একটাকা ছাড় নাই
নিতে হলে নিন নইলে
আসেন দাদাভাই
নাই মিলে মাল বড্ড খাঁচে
চলছে বাজার ভারী
দুদিন বাদে দেখবে যাবে
দুশো বিশে ছাড়ি
চোখের আগে দিচ্ছি কেটে
এইটা আমার দম
তবে কেন নিতে যাবো
এক পয়সা কম।


ঠিক আছে ভাই তাই নয় দে
সামনে তবে মেরে
কঁকাক কঁকাক আওয়াজ যেন
বেরোয় গলার স্বরে
এদিক ছাড়া দেখি আমি
রক্ত যেন ঝরে
ছটপটিয়ে পা কাঁপিয়ে
সমুখ যেন মরে
বিশ্বাস টাই উবে গেছে
টিভির চ্যানেল দেখে
রাস্তা পরে হোটেল পেরোই
নাকটি চেপে রেখে
ভীষণ ভয়ে থাকি সদা
কষ্ট দিয়ে পেটে
কবে কখন কি কুক্ষণে
ভাগাড় পাতে জোটে।।