দশ টাকাতে            দশটি দাদা
         একটি দেবে বেশি
জানোই তো রোজ   ওমোড় হতে
        ফুচকা খেতে আসি
  ফাও যদি ভায় যায় না পাওয়া
   তবেই কেমন ফুচকা খাওয়া
     দাওনা জিরে লঙ্কা পুরে
        ফুটুক মুখে হাসি।


চোখের জলে          নাকের জলে
         বয় না যদি গালে
সেথায় দাদা            কেমন তুমি
        ফুচকা ওয়ালা হলে
      চুমুক দিয়ে নোনতা সুধা
      পাশেই যদি দাঁড়ায় রাধা
     কপাল গুনে গোটা বিশেক
        এমনি যাবে চলে।।