ঘুম শুধু ঘুম নাকি ঘুম হলো শান্তি
চোখ খানি মুদলেই সেরে যায় ক্লান্তি
একা একা এসে যায় অনুমতি চায় না
সামলানো খুব দায় যত করো বায়না
সব ঘুম একই নয় মন দিয়ে খুঁজবে
রাত ঘুম দিন ঘুমে জটিলতা বুজবে
ভাত ঘুম শীত ঘুম সাঁজ ঘুমে সন্ধ্যে
খাট ঘুম মেঝে ঘুম ছুটি ঘুম বন্দ এ
তিতে ঘুম টকা ঘুম পরীক্ষা শিয়রে
ছোটো ঘুম খাটো ঘুম অফিসের চেয়ারে
গোঁগোঁ ঘুম ঘোঁঘোঁ ঘুম দাদু রাতে ঘুমোলে
কচি ঘুম হাঁচি ঘুম মায়েদের আঁচলে
চড়া ঘুম কড়া ঘুম খাসী পাতে পড়লে
দোল ঘুম ঠেল ঘুম ভোর ট্রেনে চড়লে
ভুত ঘুম প্রেত ঘুম রাত জপে মন্ত্রে
হাঁ ঘুম আঁ ঘুম মশা ঢোকে অন্ত্রে
সিধে ঘুম বাঁকা ঘুম বিছানায় নৃত্য
লেটো ঘুম ভুলো ঘুম কাতরায় বৃদ্ধ
পিঠে ঘুম মিঠে ঘুম ফাগুনীয়া রাত্রে
জ্বর ঘুম মাথা ঘুম বই দেখা মাত্রে
আরো আছে কত ঘুম সময়েতে জানবে
প্রয়োজনে বিশু লেখা তালিকায় আনবে।।