গরিব তুমি তাইতো তোমায় মস্ত অভিশাপ
খোলা চোখে সুস্থ মনে স্বপ্ন দেখা পাপ
টানো পিচে মেলাও নীচে জ্বালাও নিজের হাত
চাইছো যদি টকপান্তা রাত্রে নুনে ভাত
আগুন জ্বালো লেপাও কালো আধপোড়া লাল মুখে
পাঁজর ভরে বিষের ধোঁয়া টানো মনের সুখে
কাঠদুপুরে হাতল ধরে ধাক্কা লাগাও থোড়া
ভাগ্যে যদি জোটাতে চাও সস্তা বোতল জোড়া
নোংরা নীচু বয়স কিছু মাইনে রাখে তবে?
জমলে পায়ে একটু জোরে খাটতে হবে ভবে।।