মুখে বলে বাংলা বাঁচাও চিৎকার রব তুলে
ছেলে পাঠায় শহর সেরা ইংরেজি ইস্কুলে
দেড় বছরে বাপ-মা ডাক শুনি আয়েশ করে
পাঁচ পেরোলেই 'আপেল-বলে' চাপাই গায়ের জোরে
ইংরেজিতে লিখলে কিছু জ্ঞানী মানুষ তিনি
বাংলাতে তা চেষ্টা করা সম্মানেতে হানি
নিম্নমানের কর্ম আশা বাংলা জানো তবে
উঁচুপদের সব প্রশ্নই ইংরাজিতে হবে
এই দেশেতে খুঁজছো যদি চাকরী বড়ো তুমি
বাংলা হটাও ইংরেজি নাও সোনার চেয়েও দামী।


নইকো আমি ইংরেজ গো বাঙালি মোর জাতি
তবু সাজি ইংরিজি সাজ নয় রবে না জ্ঞাতি
পাল্টে গেছে বাঙালি ভাই ইং-বাঙালি রূপে
বাংলা মাঝে 'এ,বি' ঠুসে মিশিয়ে বলে সবে
মোদের গর্ব মোদের ভাষা বলেছে কোন বোকা
আমার গর্ব আমি জানি ইংরেজিতে বকা
যেযার মতো সেতার থাকে নাইকো মাথা ব্যথা
শুধু কিছু পাগল লেখে নিজের মনের কথা
বাংলা মনে পিষিয়ে মরে পদ্ধতির চাপ জোরে
হায়রে আপন গরিব ভাষা সম্মান কই তোরে।