ঐ দেখ যায়   হাতির ব্যাটা
    গা নাড়িয়ে মস্ত
দেখবি এখন   শুঁড়টা ধরে
   আছাড় দেব শক্ত,
মোটা হাতির মোটা ছেলে
গাছ কি পাতা সবই গেলে
জঙ্গল তোর বাপের নাকি
   পুরিস মুখে আস্ত।


জানিস আমার   নাম কি ব্যাটা
    তিনমুলিয়া মাইতি
সাত গাঁয়েতে    প্রতাপ চলে
    তুই তো কচি হস্তি,
   হুঁ  হুঁ  হুঁ  শব্দ করে
ডরাস বেটা কাহার তরে
করবো নাকি বগলদাবা
  আঁটবো ঘুঁষোর কিস্তি।


মামা দেখো ওই দিক চেয়ে
আসছে বোধহয় মা আর মেয়ে
চুপ কর তুই হাত পাকিয়ে
    মারলে গুঁতো মস্ত
দেখবি বেটা পথ পাবে না
   ছুট লাগাতে ব্যস্ত ।


যেই এসে যায় হাতি ধারে
ছুটে মামা বন বাদাড়ে
আমি শুধোই ছোট কেন
  মারবে বলে পেটেতে
পাগল নাকি পাগলা হাতি
চোখ রাঙা লাল রঙেতে।


চল গতিতে দৌড় লাগাই
বাগে পেলে রক্ষেটি নাই
গুঁড়িয়ে পাঁজর মুড়িয়ে মাথা
  ফেলবে বনের খালেতে
পরের দিনে পাড়ার লোকে
খুঁজবে মাঠের আলেতে।


  পা চালা তুই গতিতে
  নইলে হবে মরিতে।।