সবে তো লড়াই সূচনা করেছি
তাতেই ব্যাটারা চমকায়
ন্যায্য কথার বাজার দেখলে
দূর ঝোপঝাড়ে থমকায়।
কাদা মেখে ক'টা উলঙ্গ রাজা
বেশ নেচেছিল সস্তায়
শিকারির বাগে ধরা খেয়ে ব্যাটা
হাত পা ছুঁড়ছে বস্তায়।


বাকি ঢোলদের তল্লাশ করে,
টগবগে কাঁচা রক্ত
পেলেই ফাটাবে বাজিয়ে বেদম,
সাবধান হও ভক্ত।
উর্বর মাঠে কাঁকরের চাঁই
ছড়াতে চাইলে কিন্তু
লাথি খেতে খেতে দিন পার হবে
ক্ষইবে রক্ত বিন্দু।