আমার লড়াই লড়ছি আমি
জগত শেঠ এর যায় না কিছু,
ধান্দা যাবে মন্দা বেটার
তাই দুবেলা লাগছে পিছু।
যুক্তিগুলোর করুণ দশা
অরুণ'রা তাই ধরছে গলা
গাছও আমার বড়শি আমার,
তুতোর তুতো খাচ্ছে কলা।
তাইতো বলা যখন যেমন
সাজতে গিয়ে বেজায় পাঁকে
বেতের কাঠি পড়লো বলে,
ভাইয়ারা সব খবর রাখে।


তামাক বেচে তামার হাঁড়ি
রূপোর চামচ সোনার বালা
দেশেই বানায় অট্টালিকা
হেথায় দখল ঝুপড়ি চালা।
রাজধানী যে আমরা বিহীন
দামড়া গুলো গোয়াল গড়ে
কুড়সি ওদের গদ্দা ওদের
ফুটপাতেও চৌকি চড়ে।
বাংলা বলে খিস্তি শুনিস
অভ্যাসে তুই মন্দ কোথা!
শিরদাঁড়া তোর বিলুপ্তপ্রায়
আঙুল গুলো বড্ড ভোঁতা।